বড়লেখা–জুড়ি আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫ মারুফ আহমদ হৃদয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১(বড়লেখা–জুড়ি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের দলীয় প্রার্থী হিসেবে শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুর নাম ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের ঘোষিত ২৩৭ আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। ঘোষিত তালিকায় বড়লেখা–জুড়ি আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং তৃণমূল পর্যায়ে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। আসন্ন নির্বাচনে তাকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। SHARES সারা বাংলা বিষয়: