সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছাত্রশিবিরের

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫
মিয়াদ হাসান।।
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ লক্ষ্যে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার পক্ষ থেকে বুধবার (১৮ নভেম্বর ২০২৫) অধ্যক্ষের নিকট একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।
আবেদনপত্রে বলা হয়, দীর্ঘ সময় ধরে মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্র সংসদ কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চা, দায়িত্বশীল নেতৃত্ব বিকাশ এবং অধিকার আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম তদারকি ও দাবি-দাওয়া উপস্থাপনের জন্য নির্বাচিত নেতৃত্বের প্রয়োজনীয়তাও সেখানে উল্লেখ করা হয়।
ছাত্রশিবিরের দাবি অনুযায়ী, ছাত্র সংসদ নির্বাচন হলে—
১) শিক্ষার্থীদের নেতৃত্ব ও দায়িত্ববোধ বৃদ্ধি পাবে,
২) ক্যাম্পাসে সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব ও ইতিবাচক পরিবেশ প্রতিষ্ঠিত হবে,
৩) বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালিত হবে,
৪) শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
মাদ্রাসা-ই-আলিয়া শাখার সভাপতি মো. আবদুল আলিম স্বাক্ষরিত আবেদনপত্রে আরও বলা হয়, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ সক্রিয় থাকলেও মাদ্রাসা-ই-আলিয়ায় বহু বছর ধরে নির্বাচন বন্ধ। ফলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব সংকট দেখা দিয়েছে, যা প্রশাসনিক ও শিক্ষাবিষয়ক সমস্যাগুলো সমাধানকে কঠিন করে তুলছে।
আবেদন গ্রহণের পর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক বলেন, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করবো। পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”