বিরামপুর রেলস্টেশনে কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫ মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল।। দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আজ ১৯ নভেম্বর ২০২৫ ইং তারিখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিরামপুর ও পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা–সহ বিপুল সংখ্যক যাত্রী প্রতিদিন বিরামপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। বিশেষ করে চাকরি, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা–বাণিজ্যের কাজে তারা এই রেলস্টেশনের ওপর নির্ভরশীল। অভিযোগ ওঠে—যেসব আন্তঃনগর ট্রেনে বিরামপুর স্টেশনে যাত্রাবিরতি রয়েছে, সে ট্রেনগুলোতে প্রায়ই পর্যাপ্ত সিট পাওয়া যায় না। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। কুড়িগ্রাম এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন এখানে থামলে যাত্রীদের দীর্ঘদিনের এই দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে জানান বক্তারা। বক্তারা আরও বলেন, বিরামপুর একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন হওয়া সত্ত্বেও আন্তঃনগর ট্রেনগুলোর পর্যাপ্ত স্টপেজ নেই। দ্রুত দুটি ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা জোর দাবি জানান। SHARES সারা বাংলা বিষয়: