মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হার্বেক্স এন্ড কোং (ইউনানী) কর্মকর্তা পাপ্পুর মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

আব্দুল্লাহ আল মামুন..

পাবনার আটঘরিয়া উপজেলার ডেংগারগ্রাম রোডে সিএনজি অটোরিকশা ও ড্রাম ট্রাকের সংঘর্ষে হার্বেক্স এন্ড কোং (ইউনানী) এর স্টোর ইনচার্জ ইউনানী কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান পাপ্পু (২৮) করুণভাবে নিহত হয়েছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিহত পাপ্পু চাটমোহর উপজেলার নদীপাড়া, লক্ষীপুর গ্রামের মোঃ কুতুবউদ্দীন দরজীর ছেলে। কর্মক্ষেত্রে তিনি সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী কর্মকর্তা হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, সকাল ৯টার দিকে তিনি কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে রওনা দেন। পথিমধ্যে ডেংগারগ্রাম রোডে সামনে থেকে আসা একটি বেপরোয়া ড্রাম ট্রাক সিএনজিকে ভয়াবহভাবে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাপ্পুর অকাল মৃত্যুতে হার্বেক্স এন্ড কোং (ইউনানী) পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং দৈনিক স্পষ্টবাদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ইমরুল হাসান গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এদিকে তার মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং স্থানীয়দের মাঝে শোকের মাতম নেমে এসেছে। প্রিয় সন্তানের অকাল মৃত্যুতে বাবা-মা ও পরিবারের অসীম ব্যথা ভাষায় প্রকাশ করার নয়। সবাই বলছেন—এত অল্প বয়সে এমন মর্মান্তিক বিদায় মেনে নেওয়া কঠিন।

স্থানীয়দের অভিযোগ, সিএনজি ও ট্রাক চালকদের বেপরোয়া গতি এবং লাইসেন্সবিহীন চালকের সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তারা দায়ী ট্রাকচালকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।