উলিপুরে অবৈধ্যভাবে বালু উত্তোলনের দায়ে৫০ হাজার টাকা জরিমানা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫ Md Rezaul Islam উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ধরলা নদী থেকে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। বালু উত্তোলন যাতে না করে এ বিষয়ে তাদেরকে এলাকাবাসী মানা করলে তারা বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদান করেন। তাই বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি উলিপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে জানানো হলে গত ২৫ নভেম্বর,২৫ ইং অবৈধ্যভাবে বালু উত্তোলনের কারনে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (গ) ও ৪ (জ) ধারা লঙ্ঘনে ১৫ ধারায় এস এম মেহেদী হাসান সহকারী কমিশনার (ভূমি) বালু উত্তোলনকারীর কাছ থেকে> ৫০,০০০/- টাকা জরিমানা করেন। অভিযানটি পরিচালনা করার সময় মোঃ কাওছারুজ্জামান উপসহকারী প্রকৌশলী, বিআইডব্লিউটিএ সহ পুলিশ ও আনসার বাহিনী উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: