নাসির নগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠান প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের‌ সহযোগীতায়‌
বুধবার ২৬ নভেম্বর সকাল ১০ টায় নাসির নগর উপজেলা প্রশাসন মাঠ প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসির নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ সামিউল বাছির,
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাসির নগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন।   আরো বক্তব্য রাখেন,
 মৎস ও প্রাণিসম্পদ সিনিয়র কর্মকর্তা, ফাহিমুল আরেফিন। সমবায় কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান। নাসিরনগর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসমত আলী, নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম চৌঃ কামাল, সফল খামারি জুনেরা খাতুন সহ আরো অনেক।
প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে মৎস ও প্রাণীসম্পদ উপদেষ্টা বলেন, ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো  জেলা ও উপজেলা পর্যায়ে অর্থাৎ সমগ্র দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজনের মধ্যে রয়েছে প্রাণিসম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, বিভিন্ন দেশীয় জাতের  প্রদর্শন, আধুনিক প্রযুক্তি ষ্টল, র‍্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা, প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি।
মানুষ কখনো ‌ঘাস লাগবে চিন্তা করা যায়, এখন অল্প জমিতে বেশি গান লাগাতে হবে।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন, প্রাণীসম্পদ সম্পসারণ কর্মকর্তা, ডাঃ শুভজিত পাল।
আলোচনার‌ পূর্বে একটি বিশাল র‍্যালি বের হয়ে নাসির নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাসির নগর উপজেলা প্রশাসন মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।