কেন্দুয়ায় নারীর বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫ কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় রোয়াইলবাড়ী ইউনিয়নের আমতলা গ্রামে এক বিধবা নারীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে । সরেজমিনে গিয়ে জানা যায় , গত ২৩ নভেম্বর দুপুরে প্রতিবেশী নূর ইসলাম, আব্দুস সাত্তার ও তার ছেলে বাবু মিয়াসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে মৃত শামসুদ্দিন / বিধবা হাদিসা আক্তারের (৫৫) বাড়িতে গিয়ে অকারণে তর্ক শুরু করেন । একপর্যায়ে টিনের বেড়া কুপিয়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি করা হয়। পরে ঘরে ঢুকে ভাঙচুর চালিয়ে ট্যাংকে রাখা ৩ (তিন) লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায় । এমনকি ঐ দিনই গভীর রাতে রান্না ঘরে আগুন ধরিয়ে দেয় উল্লেখিত বিবাদীরা । আরো জানা যায়, উল্লেখিত দুই পক্ষের মধ্যে ইতোমধ্যে মামলাও চলমান রয়েছে । হাদিসা আক্তারের দাবি, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে তারা এই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে । আমি বাড়িতে একা থাকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছি । প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি । অভিযুক্ত আব্দুস সাত্তার অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা । সেদিন আমি ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার সময় হাদিসার সঙ্গে রাস্তায় সামান্য কথা-কাটাকাটি হয় । কোনো মারামারি হয় নি। আগুন লাগানোর বিষয়টি সম্পূর্ন বানোয়াট । স্থানীয়দের সাথে কথা হলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় । তাদের অনেকে বলেন, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা শুনেছি । সত্য মিথ্যা জানি না । আবার কেউ কেউ বলেন, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা । তবে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঐ দিন ঘটেছে বলে জানা নেই । এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । SHARES সারা বাংলা বিষয়: