কেন্দুয়ায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

“দেশীয় জাত , আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে ।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এর উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী ।
এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিশেষ অতিথিবৃন্দ, উদ্যোক্তা ও খামারিগণ এবং গণমাধ্যম কর্মীরা ।
উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয় । পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত ত্রিশটি (৩০) স্টল পরিদর্শন ও আগতদের সাথে কথা বলেন ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মতিউর রহমান গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভ্রাম্যমাণ প্রচারণা, ফ্রি মেডিকেল ক্যাম্পিং, ফ্রি ফেক্সিনেশন, স্কুল ফিডিং, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসূচির আওতায় এই মেলা উপজেলাব্যাপী সাতদিন ধরে চলবে । আমরা চাই এই মেলার মাধ্যমে প্রকৃত উদ্যোক্তা তৈরি হোক ।
উল্লেখ্য আগামী ২ ডিসেম্বর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জালাল মঞ্চে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপনী ঘোষণা করা হবে ।