রাঙ্গুনিয়ায় উপজেলা নির্বাচনে একক প্রার্থী সমর্থনে প্রস্তুতি সভা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪ মুবিন বিন সোলাইমান। দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের নির্বাচন। ২১ এপ্রিল মনোনয়নপত্র জমার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলের সমর্থন চাইলেও শেষ পর্যন্ত দলীয় প্রতীকবিহীন এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন পেয়েছেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সমর্থন পেয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হোসনে আরা বেগম। শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে নির্বাচনীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনূসের সঞ্চালনায় সভাপতিত্বে সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য এরশাদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উত্তরজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি সামশুদ্দোহা সিকদার আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদসহ উপস্থিত ছিলেন উপজেলা আ: লীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য, এর আগে গেল সোমবার চেয়ারম্যান প্রার্থী সমর্থনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ে ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা আ: লীগের সভাপতি সম্পাদকের সমন্বয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোনাফ সিকদার। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগ নেতা বর্তমান উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলীশাহ্সহ উপস্থিত ছিলেন উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বর্ধিত সভায় রাঙ্গুনিয়ায় আ. লীগের একক চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হোসনে আরা বেগমকে সমর্থন দিয়ে উপজেলা আ: লীগ ও ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা আ: লীগের সর্বসম্মতিক্রমে সভাপতি-সম্পাদকের যৌথ স্বাক্ষরিত সিদ্ধান্তে সমর্থন জানানো হয়েছে। তবে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে এখনো পর্যন্ত দলীয় কাউকে সর্মথন দিয়ে সিদ্ধান্তে উপনীত হয়নি। তাই ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়ন দাখিল এর আগে দৌড়-জাপ শুরু হয়েছে দলীয় সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে। SHARES সারা বাংলা বিষয়: