বেড়ায় দুই মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৪ মোঃ হুমায়ুন কবীর ।পাবনার বেড়া উপজেলায় বেকার যুবক ও নারীদের দক্ষ,স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে মে থেকে জুন পর্যন্ত দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার(০২ মে) উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোরশেদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোতালেব সরকার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, শিক্ষার্থী সামছুল হক, মেঘলা মানিক প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: