জোয়ারে পানিতে ভেসে এসেছে অর্ধ গলিত মাথা বিহীন মৃত্যু তিমি।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪

মোঃ সুজন। বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর তীরে ছোনবুনিয়ার চড়ে ০১ (জুলাই) সোমবার জোয়ারে সাথে ভেসে এসেছে অর্ধ গলিত মাথা বিহীন মৃত্যু তিমি।

স্থানীয়রা বলেন, মৃত্যুর পর সাগরে ভাসতে ভাসতে এটি উপকূলীয় জেলা বরগুনায় চলে আসে। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, প্রাণী সম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসছে।ঘটনা স্থানে গিয়েদেখা যায়, মাথা বিহীন একটি মৃত্যু অর্ধ গলিত তিমি ভেসে এসেছে। সংরক্ষিত চরে বিশাল তিমি মাছ আসার খবর শুনে দেখতে ভিড় করছে সাধারণ মানুষ।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা বলেন, পায়রা নদীর তীরবর্তী ছোনবুনিয়ার চড়ে অর্ধ গলিত তিমি মাছের দেহ ভেসে এসেছে। কোন কারণে এটি মারা গেছে এবং বিস্তারিত তথ্যের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে মৃত তিমিটি পচে দুর্গন্ধ ছড়াতে পারে। তাই এটিকে গর্ত করে মাটিতে পুঁতে ফেলতে হবে।