নওগাঁয় মালামাল বের করে দোকানঘর দখলের অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪

মোঃ আখেরুজ্জামান।নওগাঁ শহরের কাচাবাজার এলাকায় হাজী মহিউদ্দিন মার্কেটের দুই ব্যবসায়ীর দোকানের মালামাল বের করে দুটি দোকানঘর দখলে নেওয়ার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২ জুলাই) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড-গোস্থাটির মোড় সড়কে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, মার্কেটের মালিক হাজী মহিউদ্দিনের কাছ থেকে জামানত জমা দিয়ে ১৯৭৮ সাল থেকে দোকান ঘর ভাড়া নিয়ে আড়তঘর করে ফলের ব্যবসা করে আসছেন তারা। চুক্তি অনুযায়ী কোনো দোকানের ভাড়া বাতিল করতে হলে মার্কেটের মালিককেব আগে ওই ব্যবসায়ীকে নোটিশ দিতে হবে।

কিন্তু কোনো নোটিশ না করেই হঠাৎ করে গতকাল সোমবার রাতে নওগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলামের ছেলে বরাতুল ইসলাম লোকজন নিয়ে এসে মার্কেটের দুটি দোকানে থাকা ফলমূল বের করে দোকানঘরে তালা দিয়ে দখল করে নেয়।ভুক্তভোগী ব্যবসায়ী সবুজ হোসেন বলেন, ‘আমার বাবা এই মার্কেটে দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা করেছেন।

এখন আমি এই দোকানে ব্যবসা করছি। মার্কেটের মালিক ভাড়া বাতিল করতেই পারেন। তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু তারও একটা নিয়ম আছে। চাইলেই হঠাৎ করে দোকান ছেড়ে দিতে বললে তো আর হয় না। তার জন্য নোটিশ দিতে হবে। মালামাল সরে নেওয়ার জন্য একটা সময় দিতে হবে। কিন্তু এসব কিছুই করা হয়নি। হঠাৎ করে গতকাল রাতে বরাতুল ইসলাম ও মাহবুব হাসান আমাকে ও পাশের ব্যবসায়ী শিপলুকে দোকানের মালামাল বের করে নিতে বলেন।

তারা এই মার্কেটের আড়াই শতক জায়গা কিনে নিয়েছে। ক্রয়সুত্রে মালিকানা দাবি করে তারা আমাদের দোকানঘরের মালামাল জোর করে বের করে দোকানে তালা দিয়ে দেয়। তারা আমাদের দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ টাকাও ছিনিয়ে নিয়ে গেছে।’অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরাতুল ইসলাম বলেন, ‘এই মার্কেটের দক্ষিণ অংশে ২ দশমিক ৪৬ শিতাংশ জমি আমি ও মাহবুব হাসান জমির মালিক বজলুর রহমানের কাছ থেকে কিনে নিয়েছি। আমাদের জায়গা আমরা বুঝে নিয়েছি। এর বাইরে বেশি কিছু বলতে পারব না।