সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৪ মোঃ একরামুল হক।সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরে ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে । বাজেটে বিশুদ্ধ পানি সরবরাহ, পৌর মার্কেট নির্মাণ , ড্রেন নির্মাণ, পর্যাপ্ত আলোর বাবস্থা, রাস্তাঘাট উন্নয়ন এর প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে । (২ জুলাই, ২০২৪ ইং মঙ্গলবার) দুপুর ১২ টায় কাজিপুর পৌরসভার পৌর ভবনে আয়োজিত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। সভায় আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আঃ হান্নান তালুকদার । বাজেট সভায় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার । বর্তমান সরকার মানুষের সুখ ও সমৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করে আসছে । আমার পিতা মরহুম মোহাম্মদ নাসিম এর প্রচেষ্টায় পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে । পৌর বাসীর সুযোগ সুবিধা এ বাজেটে প্রতিফলিত হবে আমার বিশ্বাস । ভবিষ্যতে পৌর বাসীর উন্নয়নে আমার সহযোগিতা সব সময় থাকবে । পৌর কমিশনার মোঃ সোহেল এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী , আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পৌর আওয়ামিলীগ সভাপতি জি,এম তালুকদার, পৌর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু তালুকদার, যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, পৌর সভার সকল কমিশনার গন ও পৌরবাসীর একাংশ। SHARES সারা বাংলা বিষয়: