পাবনার আটঘরিয়ার নরজান গ্রামে বিদ্যুতায়িত হয়ে ভাই-বোনের মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৪

আব্দুল্লাহ আল মামুন। পাবনার আটঘরিয়ায় বিদ্যুতায়িত হয়ে রাসেল হোসেন (১৩) ও ফারাজানা ইয়াসমিন (১৫) নামের স্কুলপড়ুয়া দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে একদন্ত ইউনিয়নের নরজান গ্রামে এ ঘটনা ঘটে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন৷তিনি বলেন, ‘পাওয়ারলুম তাঁত চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা এখানে আসছি।

মরদেহ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।’নিহতরা নরজান গ্রামের তাঁতী মো. হিরোক ইসলামের ছেলে-মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তাঁদের মা রাজেদা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফারজানা ও রাসেল একদন্ত উচ্চ বিদ্যালয়ের দশম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন আলাল বলেন, বুধবার পবিত্র আশুরা উপলক্ষে তাঁত শ্রমিকদের ছুটি থাকায় হিরোক ইসলামের ছেলে রাসেল তাদের তাঁতের মেশিন চালাতে যান।

এ সময় রাসেল বিদ্যুতায়িত হলে তাকে উদ্ধার করতে বড় বোন ফারজানা এগিয়ে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এরপর দুজনকে উদ্ধার করতে তাদের মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলে ভাই-বোনের মৃত্যু হয়। তাদের মাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।নিহতদের বাবা হিরোক ইসলাম কান্না করতে করতে বলেন, ‘ আমার সর্বনাশ হয়ে গেল। দুজন কলিজার টুকরা আমাদের ছেড়ে চলে গেল।আজকে ছুটির দিনে শ্রমিকরা কাজে আসেনি। তাই ছেলে তাঁত চালাতে গিয়েছিল। তাঁত মেশিনের তার ছিঁড়ে গেছিল। আমরা একটুও টের পাইনি’।