বাঁশখালী পৌরসভার বাজেট ঘোষণা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৪

ওয়াশিংটন বড়ুয়া।বাঁশখালী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের ১০০ কোটি ৪২ হাজার টাকায় বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার কার্যালয়ে কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে এ বাজেট পেশ করেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোছাইন।

পৌরসভার রাজস্ব বাজেট পারম্ভিক স্হিতি,উন্নয়ন বাজেট সহ সবমিলিয়ে, উন্নয়ন বাজেট ৮৭ কোটি ৩০ লক্ষ টাকা। রাজস্ব ১২ কোটি ৭০ লক্ষ ৪২ হাজার টাকা। সবর্মোট ১০০ কোটি ৪২ হাজার টাকা ঘোষণা করেন।পৌরসভার মেয়র অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোছাইনের সভাপতিত্বে এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো,তৌহিদুল ইসলাম, অনুপম কুমার দে,উজ্জ্বল বিশ্বাস, প্রকৌশলী ইসমাঈল ভূইয়া, কাউন্সিল ও প্যানেল মেয়র রোজিয়া সোলতানা, কাউন্সিল আব্দুল গফুর বত্তব্য রাখেন।

পৌরসভার উচ্চমান সহকারী শহীদুল ইসলামের সঞ্চালনায় এ সময় কাউন্সিল ছাদেকা নুর খানম বিউটি, আনছুর আলী, আরিফ মাঈনুদ্দিন, মো,ইসহাক, আকতার হোছেন, প্রণব কুমার দাশ,,মো,বদিউল আলম,উপস্থিত ছিলেন। মেয়র বলেন বিশেষ পরিস্থিতি কারনে বাজেট ঘোষণা বিশদভাবে করতে পারিনি। বর্তমান চলমান উন্নয়ন কাজগুলো হলে পৌরবাসী উন্নয়নের ছোঁয়া পাবে। মেয়র পৌরসভার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন