কেএমপির ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষার্থীদের দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪ আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ৮ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলন চলাকালে নিরীহ ছাত্রদের ওপর নির্বিচারে গুলি, লাঠিচার্জসহ নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।শুক্রবার সন্ধ্যায় কেএমপি সদর দপ্তরে এক মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হকের কাছে এই তালিকা দিয়ে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তালিকাভুক্ত কর্মকর্তারা হলেন- খুলনা সদর জোনের সহকারী কমিশনার গোপীনাথ কানজিলাল, সদর থানার ওসি কামাল হোসেন খান, ওসি (তদন্ত) নিমাই চন্দ্র, এস আই রাকিব হোসেন ও সুকান্ত দাশ, এএসআই পলক এবং কনস্টেবল মাসুদ। এছাড়া হরিণটানা থানার ওসি মনিরুল ইসলামের নামও রয়েছে তালিকায়।কেএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: