স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ’র সভাপতি এম শামীম, সাধারণ সম্পাদক মাসুম

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৪

ফরিদ আহমেদ।শুদ্ধ সাহিত্য চর্চাই হোক সম্প্রীতি র বন্ধন-এই স্লোগান সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঙ্গলবার “হাঁটি হাঁটি পা পা করে স্বাধীনবাংলা সাহিত্য পরিবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ ভিন্নধারার একটি সাহিত্য সংগঠন। ইতিমধ্যে দেশ ও বিদেশে বাংলা ভাষাভাষী সাহিত্য অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সকলের আন্তরিক সহযোগিতায়। এই ধারাবাহিকতাকে আরো ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের নব-নির্বাচিত কমিটি- ২০২৪-২০২৬ পর্যন্ত ২ বছর মেয়াদি ঘোষণ করা হয়।

এতে সংগঠনের প্রতিষ্ঠাতা কে এম সফর আলী নির্বাহি পরিচালক,এম শামীম আউয়াল সভাপতি,মাসুম মুহতাদিকে সাধারণ সম্পাদক হিসেবে রেখে বেশ কিছু পদে রদবদল আনা হয়েছে।দেশের এই ক্রান্তিকালে ও শুদ্ধ সাহিত্য চর্চা অব্যাহত রাখতে এই কমিটি সফলতা লাভ করবেন আশাবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এম সফর আলী।এক নজরে নব গঠিত কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী – কে এম সফর আলী। সভাপতি – এম শামীম আউয়াল, সিনিয়র সহ-সভাপতি – নুরুল হুদা নুরী, সিনিয়র সহ-সভাপতি – মুহাম্মদ সোলায়মান,সহ-সভাপতি – প্রভাষক মোহাম্মদ সেলিম, সহ-সভাপতি – জাহানারা রেখা, সহ-সভাপতি – মাহমুদা বেগম সিমু, সহ-সভাপতি – তুলি আলম,সহ-সভাপতি – নাজিয়া আফরিন,সহ-সভাপতি – জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি – সাইফুল ইসলাম রনি, সহ-সভাপতি – কামরুল আহসান, সহ-সভাপতি – মোঃ জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক- মাসুম মুহতাদী,যুগ্মসাধারণ সম্পাদক- সাবিনা ইয়াসমিন সুমাইয়া, আদিবা উলফাত তালুকদার, মোঃ টিটু প্রধান, সাবিনা সিরাজ, কনক লতা মণ্ডল,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোছা, মোঃ সোহেল রানা, খালেছা খানম, খন্দকার রোমেনা, খানতন্ময় আব্দুল মোতালেব, প্রচারও প্রকাশনা সম্পাদক তাসলিমা অগ্নীবিনা, শ্যামল বর্মন শিমুল,রোদেলা শারমিন সরকার, দপ্তর সম্পাদক দেলোয়ার হোছাইন, শাকিলা ইয়াসমিন, শাকিল হাসান,
অর্থ বিষয়ক সম্পাদক এম এস রতন, সাহারা আনোয়ার, সামছুন্নাহার, সাহিত্য বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির শাম্মী তুলতুল, মহাসিনা খানম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রিয়াংকা নিয়োগী, আমজাদ শ্রাবণ, সৈয়দা উলফাত, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদকফরিদা সুলতানা, নাছিমা আক্তার স্মৃতি, শামীমা আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক নাজমা নাহার রুবি মির্জা, গোলাম মাওলা।মনিরুজ্জামান হীরা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিয়াজ শাহ, আহেদা খাতুন, শিক্ষা বিষয়ক সম্পাদক মারজিয়া পপি, মিল্কি মোঃ রেজা,
আইন বিষয়ক সম্পাদক তাবিয়া রহমান তাসনিয়া, ই আর রাজিব।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মালা রানী পাল, পারভিন খাতুন, আবৃত্তি বিষয়ক সম্পাদক আকাশ চক্রবর্তী নির্ঝর, অচিন্তিত কবিরাজ,
ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শেখ মাসিদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম সাজিদ, শ্যামল তালুকদার, মিডিয়া বিষয়ক সম্পাদক এস আই বাদল, তানিয়া শিকদার অন্যন্য, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, এস এম নাজমুল হক, সিনিয়র সদস্য রেজাউল ইসলাম, আবু হানিফ, সোলায়মান হক, মোঃ ওমর ফারুক, মোঃ নজরুল ইসলাম, বাবুল হাওলাদার, সাইফুল্লা সুজন, মোঃ রফিকুল ইসলাম, ওমর ফারুক আহমেদ, খন্দকার মারজুক, শাকিল হোসেন, আব্দুল মমিন আসিফ, এস এম জাকারিয়া, মিজান পঞ্চায়েত, মোঃ ইকবাল হোসেন মোঃ সিরাজুল ইসলাম।