শরীয়তপুর সদর হাসপাতালে অনিয়মের অভিযোগ ৭ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৪

রাকিব হোসাইন//শরীয়তপুর সদর হাসপাতালে পরিদর্শন করে অনিয়মের অভিযোগের সত্যতা নিশ্চিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ( ৭ ) দিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীদের একটি টিম । “আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের চিকিৎসকের কক্ষে, শিশুসহ বিভিন্ন ওয়ার্ডে মনিটরিংয়ে গিয়েছিলেন তাঁরা শিক্ষার্থীরা সদর হাসপাতালের সকল পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সকল কক্ষে ঘোরাঘুরি শেষে বেশিরভাগ কক্ষেই চিকিৎসকের দেখা পাননি তারা এসময় সঠিকভাবে রোগীরা চিকিৎসা পাচ্ছিল কিনা দেখভাল করেছেন, তথাকথিত হাসপাতালের কক্ষ, এবং – খাবার কক্ষ “নোংরা – এবং অপরিষ্কারের ” সাথে সাথে” দালাল সিন্ডিকেট ,ও দেখতে পাচ্ছিলেন তাঁরা।‌

পরিশেষে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে তাঁকে না পেয়ে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সিনিয়র কনসালটেন্ট গাইনি( ডা. হোসনে আরা রোজীকে ) বিষয়গুলো জানানো হয়েছে বলে জানিয়েছেন।দেশের,বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ( ১১ )দফা দাবি জানিয়ে ( ৭ ) দিনের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা ( ৭ ) দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।হাসপাতালে মনিটরিং এর সময় একজন শিক্ষার্থী ( বায়েজিদ আহাম্মেদ ) এর সাথে কথা হয় তিনি বললেন ‘‘আমাদের কাছে এই শরীয়তপুরের- সদর হাসপাতাল নিয়ে অনেক অভিযোগের ছড়াছড়ি ছিল তাই সেই অভিযোগের ভিত্তিতে “তিনি বলেন আমরা হাসপাতালে গেলে অনেক অনিয়মের সন্ধান পাই আমারা ।

যেমন” টিকিটের অনিয়ম ও ভোগান্তি, বিনামূল্যে ওষুধ সরবরাহের ক্ষেত্রে অনিয়ম,রোগীদের খাবারে অনিয়ম, ,,চিকিৎসকদের ডিউটিতে আসার অনিয়ম।এ যেনো অনিয়মের আখড়া ঘর হাসপাতাল চিকিৎসকদের সকাল ( ৮ )টায় আসার কথা থাকলেও বেশিরভাগ চিকিৎসক আসেন( ১১ )টা থেকে( ১২ )টার দিকে।তথাকথিত এই সদর হাসপাতালে নার্সদের অসৎ আচরণ,,, হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য,” হাসপাতাল অপরিষ্কার ও অপরিচ্ছন্নসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।।এগুলো আমরা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে তুলে ধরতে গিয়ে তাকে অফিসে পাইনি – পরে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সিনিয়র কনসালটেন্ট গাইনি { ডা. হোসনে আরা রোজী } ম্যাডামকে বিষয়গুলো জানাই “এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে (৭ ) দিনের আল্টিমেটাম দিয়েছি‌।আমাদের দাবি পূরণ না হলে আমরা হাসপাতালের তত্ত্বাবধায়ক{ ডা. হাবিবুর রহমানসহ } সহ অন্যান্য ডাক্তারদের ও,,পদত্যাগের জন্য কঠোর আন্দোলন করব ।