উচ্চ ফলনশীল আমন ধানের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪ কোহিনূর আলম।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত পরিচিতি ও চাষাবাদ কলাকৈশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলার নালিতাবাড়ীর বিনার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় বিনা উপকেন্দ্র নালিতাবাড়ী শাখার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহস্থ বিনার মহাপরিচালক ড.মোঃ আবুল কালাম আজাদ ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহস্থ বিনার পরিচালক (গবেষণা) ড. মোঃ ইকরাম উল হক, জেলা উপপরিচালক (ডিএই) মোঃ নুরুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র । ময়মনসিংহস্থ বিনার মহাপরিচালক ড.মোঃ আবুল কালাম আজাদ কৃষক প্রশিক্ষণ কেন্দ্র উপজেলা হলরুমে ভিডিও কলে ৪৫জন কৃষকদের সাথে কথা বলেন ও কৃষকদের নানা কথা শুনেন ও পরামর্শ দেন । SHARES সারা বাংলা বিষয়: