পূর্বধলায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নবযোগদানকৃত জেলা প্রশাসক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪

মো: পিয়াস।নেত্রকোণার পূর্বধলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক বনানী বিশ্বাস সরকারি সফরের অংশ হিসেবে দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন।

গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সেপ্টেম্বর মাসের নির্ধারিত আংশিক ভ্রমণ সূচি অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়, মাছের পোনা অবমুক্তকরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলড্রেস বিতরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ,
বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ বিতরণ, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন, সহকারী কমিশনার ভূমি অফিস পরিদর্শন, ইউনিয়ন ভূমি অফিস ও পূর্বধলা থানা পরিদর্শন করেন।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পূর্বধলা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তাজুল ইসলাম , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।পরিদর্শনকালে তিনি সরকারি বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।গত ১২ সেপ্টেম্বর বনানী বিশ্বাস নেত্রকোণা জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন। যোগদানের পর এটায় প্রথম কোনো উপজেলা সফর। এর আগে তিনি অভ্যন্তরীন সম্পদ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।