কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

অরবিন্দ কুমার মণ্ডল।খুলনার কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বেতন নির্ধারণ করে তা বাস্তবায়নের দাবী আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায় কয়রা বাজারের তিনরাস্তা সংলগ্ন মধুর মোড়ে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ কয়রা উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, মাওলানা কামরুজ্জামান, এস্কেন্দার আলী, সহকারী শিক্ষক মোস্তফা জামাল উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, এস এম নুরুল আমিন নাহিন, মোঃ আয়ুব আলী, মোঃ বেল্লাল হোসেন মেনন, আনিছুর রহমান, মোঃ কামরুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, আবুল কালাম, লক্ষীরানী, মরিয়ম পারভীন, নুরুন্নাহার প্রমুখ।
মানববন্ধন শেষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ দফা দাবী আদায়ের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।