বৈষম্যহীন বাংলাদেশে খ্রিস্টান সমাজের ১১ দফা দাবি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪ জেমস রানা বিশ্বাস ।বৈষম্য হীন বাংলাদেশে খৃষ্টান সমাজের ১১ দফা দাবি দিয়েছেন খ্রিষ্টান মুভমেন্ট ফর পিস। আজ খ্রিষ্টান মুভমেন্ট ফর পিস এর অফিসিয়াল পেইজ এ এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন খ্রিস্টান ম্যারেজ মিনিস্ট্রির সাবেক পরিচালক এবং খ্রিস্টান মুভমেন্ট ফর পিস এর পরিচালক মি: জেমস হালদার। ১। খৃষ্টান কল্যাণ ট্রাষ্টে দলীয় নেতা-কর্মীদের নিয়োগ বাতিল করতে হবে। ২। ক্যাথলিক ও প্রটেষ্ট্র্যান্টদের মধ্য হতে খৃষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাষ্টে সম সংখ্যা দলনিরপেক্ষ ব্যক্তিদের নতুন নিয়োগ দিতে হবে এবং থোক বরাদ্দ বৃদ্ধি করতে হবে যাতে ট্র্যাষ্টের নিজস্ব কর্মসূচী দেশের সকল চার্চে সু- বাস্তবায়ন করা যায়। ৩। বড়দিনে ৩ দিন, ইস্টার সানডে ( রবি ও সোম) ২ দিন সরকারি ছুটি করতে হবে। ৪। সরকারি সকল স্কুলে খৃষ্টান ধর্ম শিক্ষক নিয়োগ করতে হবে। ৫। চার্চ ভিত্তিক ধর্মীয় শিক্ষা( সান্ডে স্কুল) দান করতে হবে। ৬। সংখ্যা লঘু মন্ত্রানালয় গঠন করতে হবে এবং সকল সংখ্যা লঘুদের প্রতিনিধি নিয়ে পরিচালিত করতে হবে। ৭। সংসদে সংখ্যা লঘু ৫% আসনে রাজনৈতিক দলগুলোর নমিনেশন বাধ্যতা মূলক করে সংবিধান সংস্কার করতে হবে। ৮। খৃষ্টান ধর্মতত্ত্ব ডিগ্রি কে সরকারি ভাবে অনুমোদন দিতে হবে ও সাধারণ ডিগ্রির সমতূল্য করে সরকারি নিয়োগে তা মূল্যায়ণ করতে হবে। ৯। সংখ্যা লঘু নির্ষাতন বন্ধে ও সুরক্ষা দিতে কমিশন গঠন করতে হবে। ১০। কোন রাজনৈতিক দলের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে সংখ্যা লঘু হত্যা, লুট, অগ্নিসংযোগ, মারধর, অপহরণ, গুম, ধর্ষন, ভাংচুরে জরিত হলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে ৩০ বছর সকল ধরনের নির্বাচনে অংশ গ্রহনে নিষিদ্ধ করতে সাংবিধানিক আইন পাস করতে হবে এবং জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। ১১। সাংবিধানিক অধিকারে কেহ কনভার্ট হলে তাকে/ তাদেরকে উন্মুক্ত ভাবে স্বীয় বিশ্বাসের ধর্ম পালন করতে নিরাপত্তা দিতে হবে। SHARES সারা বাংলা বিষয়: