কানাডা পালানোর সময় এয়ারপোর্ট থেকে যুবলীগ নেতা গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪

মুহাম্মদ বরকত মোল্লা কানাডা পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের যুবলীগ নেতা ফারুক হাওলাদারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার(১১ অক্টোবর) মধ্যরাতে বিমানবন্দরে পুলিশ তাকে আটক করে। এরপর শনিবার (১২ অঅক্টোবর) দুপুরে তাকে জাজিরা থানায় প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার অফিসার ইনচার্জ(ওসি) আল-আমিন। জাজিরা থানা সূত্রে জানা যায়, আটককৃত ফারুক হাওলাদারের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, লুটপাট ও মানবপাচারসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বেশ কিছু মামলায় তিনি পলাতক আসামী ছিলেন। এছাড়াও জুলাই-আগষ্টের ছাত্র আন্দলোনকে ঘিরে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামী। সেখানেও তিনি পলাতক আসামী ছিলেন। গত শুক্রবার মধ্যরাতে দেশত্যাগ করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সেখানে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মানবপাচার ও দমন আইনে মামলা থাকায় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপরে জাজিরা থানায় তার আটকের বিষয়ে অবগত করলে তার বিরুদ্ধে জাজিরা থানায় একাধিক মামলা থাকায় তাকে জাজিরা থানা পুলিশের কাছে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল-আমিন বলেন, বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের অবগত করলে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে তাকে হেফাজতে নেই। এরপরে ফারুক হাওলাদারকে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।