কেন্দুয়ায় অজ্ঞাত দূর্ঘটনায় নিহত যুবক। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গুরুতর আহত অবস্থায় উদ্ধারকৃত সুমন (৩২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ।শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়াস্থ মতির মোড়ে সাইফুল আলম ভিলার সামনে থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দেখা যায় তার বাম পায়ের হাঁটুর উপরে একদম ভেঙে গেছে । ফলে তৎক্ষনাৎ উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক । পরে ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে নেয়ার প্রস্তুতি চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন সুমন ।জানা যায়, নিহত সুমন নোয়াখালী জেলার চাটখিলা থানার ছয়আনীতপা গ্রামের আলা মিয়া (বিরেন্দ্র)’র ছেলে । রামপুরের বাচ্চু মিয়ার ছেলে জাকারুল ও মোস্তাকিম নামে দু’জন উপজেলা হাসপাতালে নিয়ে আসেন আহত সুমনকে । কর্মক্ষেত্রে জাকারুলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো নিহত সুমনের । সেই সূত্রে গত দুই দিন আগে রামপুরে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দূর্ঘটনায় পতিত হোন ।সাইফুল আলম ভিলার ভাড়াটিয়া ও ডেন্টিস্ট রওশন আজাদ কনিকা (৩০) বলেন, আনুমানিক সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ জানালা দিয়ে দেখতে পাই আহত একজন পানি! পানি! করছে । পরে অন্য ভাড়াটিয়া ও স্থানীয় লোকজনের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয় ।বন্ধু মোস্তাকিম মুঠোফোনে বলেন, সুমন গত দুই দিন আগে বেড়াতে এসেছিলো । বিদায়ও নিয়েছিলো ভালোয় ভালোয় । পরে কিভাবে কী হয়ে গেলো বলতে পারি না । খবর পেয়ে হাসপাতালে নিয়ে আসি । কিন্তু আর বাঁচানো গেলো না । এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, স্থানীয় লোকজন ও পুলিশ সদস্য মিলে আহত যুবককে চিকিৎসার জন্যে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন । ধারণা করা হচ্ছে কোন গাড়ি এক্সিডেন্টের কবলে পড়েন তিনি । পরিবারের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে । পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে । SHARES সারা বাংলা বিষয়: