বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীর মাঝে সেনাবাহিনীর সহায়তা প্রদান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪ দীপংকর মল্লিক।। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৌদ্ধ বিহারে সহায়তা প্রদান করা হয়। সোমবার (১৪ অক্টোবর) সেনা জোনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসব। এই উৎসব উপলক্ষে সহায়তা প্রধানকালে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল এ.এস.এম মাহমুদুল হাসান পিএসসি মহোদয় তার ব্যক্তবে বলেন সম্প্রীতির বান্দরবান বান্দরবানে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিসহ ১২ সম্প্রদায়ের সম্প্রীতির বসবাস। এই সম্প্রীতি ধরে রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কার্যক্রম চলমান রয়েছে । এসময় তিনি আরও বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব। আসন্ন এই প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সে জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং আমাদের পক্ষ থেকে সামান্য এই সহায়তা, পাশাপাশি এই ধরনের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে। বান্দরবান পৌরসভা ও সদর উপজেলার মিলিয়ে মোট ১৯টি বৌদ্ধ বিহার ও অসহায়-দরিদ্র বৌদ্ধ ধর্মাবলম্বীর মাঝে সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর মিয়া মোহাম্মদ মেহেদী, ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার লে. মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধাসহ গণমাধ্যম কর্মীবৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: