কালীগঞ্জে চিত্রা নদীতে ডুবে দু,জনের মৃত্যু।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪

মোঃ সোহাগ আলী।। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার শিবনগর ও বলিদাপাড়া এলাকায় পৃথক দুটি স্থানে চিত্রা নদীর পানিতে ডুবে অনামিকা দাস (১২) ও নানা বাড়িতে বেড়াতে এসে আয়াতুল্লাহ হাসান(৭) নামে দু,জনের মৃত্যুু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে অনামিকা দাস শিবনগর দাসপাড়া এলাকার শিপন দাসের মেয়ে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী। সকাল সাড়ে ১১টার দিকে শিবনগর এলাকার কয়েকজন বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে যায়। অনামিকা কিছুদূর গেলে হঠাৎ সে পানিতে ডুবে যায়। কিছু সময় পর অনামিকার শরীর পানিতে ভেসে ওঠে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। অপরদিকে ঝিনাইদহ হামদহ এলাকার ফরিদ উদ্দিনের ছেলে আয়াতুল্লাহ হাসান মায়ের সাথে পৌরসভা এলাকার বলিদাপাড়া এলাকায় নানা বাড়িতে গত রোববার একজনের মৃত্যুর খবর পেয়ে আসে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বাড়ির মধ্যে খেলা করতে করতে কোন এক সময় বাড়ির পাশে চিত্রা নদীতে পড়ে গিয়ে ডুবে যায়। দীর্ঘ সময় পরিবারের লোকজন খুজে না পেয়ে বিকাল সাড়ে ৪ টার দিকে তার লাশ চিত্রা নদীতে ভাসতে দেখে পরিবারের লোকজন কে খবর দিলে তারা আয়াতুল্লাহ কে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার শিশির কুমার সানা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, দু,জনই চিত্রা নদীতে পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।।