একদিনে দুই লাশ উদ্বার- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক জায়গা থেকে দুইটি লাশ উদ্বার করা হয়েছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪

মোঃ ছায়েদ আলী।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক জায়গা থেকে দুইটি লাশ উদ্বার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের লাশ উদ্বার করে পুলিশ। আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে। সে পেশায় টমটম চালক। এদিকে সকালে উপজেলার ডলুছড়া এলাকা থেকে এক নারীর লাশ উদ্বার করা হয়। নারীর পরিচয় পাওয়া যায় নি। ধারনা করা করা হচ্ছে ৩৫ বছর বয়স হবে নারীর। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চা বাগানের শ্রমিকরা কালিঘাট চা বাগানের একটি সেকশনে কাজ করতে গেলে রক্তাক্ত অবস্থায় একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে চা বাগান থেকে পুলিশকে জানানো হয়। মৃতদেহের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে ডলুছড়ায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাফার জুনে এক লোক কাঠ কুড়াতে গিয়ে তীব্র দুর্গন্ধ পেয়ে সামনে এগিয়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্বার করে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কালিঘাট চা বাগান ও ডলুছড়া থেকে পৃথক দুটি লাশ আমরা উদ্বার করেছি। নারীর লাশটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা ধারনা করছি এটি দুই দিন আগে এখানে ফেলে রেখে গেছে। নারীর পরিচয় এখনো মেলেনি। মুখের চেহারা বুঝা যাচ্ছে না। আর পুরুষ লাশটি গতকাল রাতেই ফেলে রাখা হয়েছে। আমরা দুটি লাশ উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছি। ময়নাতদন্তের পর কিভাবে মৃত্যু হয়েছে সেটা জানা যাবে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।