শিবগঞ্জ উপজেলায় অক্লান্ত পরিশ্রম করে প্রত্যন্ত অঞ্চল পদ্মার ঐ পাড়ে সকল সেবা বঞ্চিত মানুষের পাশে উপজেলা প্রশাসক, আফতাবুর রহমান আল ইমরান। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪ শহিদুল ইসলাম পল্লব।। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পদ্মার ঐ পাড়ের মানুষের সকল সেবা নিতে শিবগঞ্জ উপজেলায় আসা খুবই কষ্টকর, তার জন্যেই অনেক মানুষ সকল সেবা বঞ্চিত হয়ে পড়ে। সেই জন্যই শিবগঞ্জ উপজেলা প্রশাসক আফতাবুর রহমান আল ইমরান, পদ্মার ঐ পাড়ের মানুষের সকল সেবা সহজ করার উদ্দেশ্যে শিবগঞ্জ উপজেলার সকল দপ্তরের অফিসারদের নিয়ে ১৬ অক্টোবর সকলে রওনা দেন। উপজেলা প্রশাসক আফতাবুর রহমান বলেন, চাকরি জীবনের স্মরণীয় দিনগুলোর মধ্যে অন্যতম একটি দিন কাটলো আজ। নদীর অপর পাশে সীমান্তবর্তী পাঁকা ইউনিয়নের সেবা প্রত্যাশী সাধারণ নাগরিকদের উপজেলায় সেবা নিতে আসা অনেক কষ্টসাধ্য। এ ধারণা থেকে তাদের সেবা সহজ করার উদ্দেশ্যে শিবগঞ্জ উপজেলার সকল দপ্তরের অফিসারদের নিয়ে আজ আমরাই গিয়েছিলাম নদীর ওপারে। সাধারণ নাগরিকদের ফ্রি মেডিক্যাল সার্ভিস, NID কার্ড সংশ্লিষ্ট সেবা, কৃষি প্রণোদনা প্রদান, গবাদি পশুর চিকিৎসা প্রদান ইত্যাদি নানাবিধ কাজের মধ্য দিয়ে অতিবাহিত হলো আজকের দিনটি। এছাড়াও এই এলাকার রাস্তাঘাট, স্কুল, বিদ্যুৎ সংযোগ, পানি সরবরাহ, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদার করা সহ বিভিন্ন পরিকল্পনা প্রস্তুত করার সুযোগ তৈরি হয়েছে। আমার সকল অফিসারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি, পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে সার্বিক বিষয়ে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। সাধারণ মানুষের অভিব্যক্তি বলে বোঝানোর মত নয়। তারা বিস্মিত হয়েছেন আমাদের এই উদ্যোগ দেখে। সরকারি দপ্তরের সেবা সহজীকরণের এমন উদ্যোগ সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। SHARES সারা বাংলা বিষয়: