শেখ হাসিনা এমনভাবে তার প্রশাসনকে সাজিয়েছিল সব জায়গা তার হাতের মুঠোর মধ্যে ছিল। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪ আসাদুল ইসলাম।। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা নায়েবে আমীর, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া ০২ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর বলেছেন-শেখ হাসিনা এমনভাবে তার প্রশাসনকে সাজিয়েছিলো, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আদালত সব জায়গায় তার হাতের মুঠোর মধ্যে ছিলো।এর বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা রাজনৈতিক দল কেউই টিকতে পারে নাই। কিন্তু আমরা সর্বশেষ দেখলাম, গত ০৫ আগষ্ট তার একদিন আগে ০৪ আগষ্ট ০৬ তারিখে ঢাকায় সমাবেশের ডাক দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।কিন্তু সেদিনে হাসিনা কার্ফিউ জারি করলেন এবং দেখামাত্র গুলির নির্দেশ দিলেন।এরকম কঠিন পরিস্থিতিতে ছাত্র জনতার আন্দোলনের নেতৃবৃন্দ বললেন, না আমাদের আর ৬ তারিখে যাওয়ার সুযোগ নেই, আমরা ০৫ তারিখেই মার্চ টু ঢাকা ঢাকার দিকে যাও। আমরাও টেলিভিশনে দেখেছি, সেখানে যারা মাঠে এসেছে, আমাদের চোখে অতো মনে হয় নাই, কিন্তু প্রশাসনের চোখে আল্লাহ তায়ালা দেখিয়েছেন, কোটি কোটি মানুষ হঠাৎ রাজপথে নেমে এসেছে। এটাই হচ্ছে আল্লাহর সাহায্য, এটাই হচ্ছে আল্লাহর মদদ। সেই মহান রবের শুকরিয়া আদায় করে শেষ করা যাবেনা।আমরা ভেবেছিলাম না যে, শেখ হাসিনার এতো তাড়াতাড়ি পতন হবে।অনেকে মনে করতো, শেখ হাসিনা না মরা পর্যন্ত এদেশে আর কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনা, কিন্তু আল্লাহর পরিকল্পনা তো ভিন্ন। আল্লাহর শক্তির কাছে কোন শক্তি টেকেনা। নমরুদের মতো বিশাল বাহিনীকে নেংড়া মশা দিয়েই শেষ করে দিয়েছে। আবরাহার মতো দোর্দণ্ড প্রতাপশালী একজন রাজাকে আবাবিল পাখি দিয়ে শেষ করে দিয়েছে, ফেরাউনের মতো একটা দোর্দণ্ড প্রতাপশালী একজন শাসক,তাকে পানিতে চুবিয়ে শেষ করে দিয়েছে-এজন্য আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে। যে আল্লাহর জন্য আমরা কাজ করছি, আমরা এই দুনিয়ার শাসন ক্ষমতা আমরা ঐ ভাবে চাইনা।আমরা চাই এই কারনে, আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের মাধ্যমে এদেশে একটি ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে। যেদেশে লুটপাট থাকবেনা, দূর্ণীতি থাকবেনা, চাদাবাজি থাকবেনা, অগ্নিসংযোগ থাকবেনা, ভয়ভীতি থাকবেনা, সকল মানুষ তার মৌলিক অধিকারগুলো ফিরে পাবে।সেজন্যই দরকার আল্লাহর আইন ও সৎলোকের শাসন দরকার। কুষ্টিয়ার মিরপুর পৌর ০৩ নং ওয়ার্ড মোশারফপুরে জামাতের আয়োজনে গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে মোশারফপুর জামে মসজিদ প্রাঙ্গণে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ০৩ নং ওয়ার্ড সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর পৌর জামাতের আমীর মাওলানা ওমর ফারুক, ধুবইল ইউনিয়ন জামাতের সেক্রেটারী মিজানুর রহমান মজনু, সহকারী সেক্রেটারী খায়রুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন, মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার প্রভাষক হামিদুল ইসলাম প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: