কলমাকান্দায় অবৈধভাবে উত্তোলনকৃত বালু ও পাথর বাড়ীর উঠানে রাখতে নিষেধ করায় হুমকি । দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায অবৈধভাবে উত্তোলনের বালু ও পাথর নিজ বাড়ীর উঠানে রাখতে নিষেধ করায় হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে।অভিযুক্তরা হলেন,বালু ও পাথর ব্যবসায়ী উপজেলার রংছাতি ইউনিয়নের পেঁচামারি গ্রামের ইউসুফ আলীর ছেলে আশ্রব আলী (৩৫)একই ইউনিয়ন কৃষ্ণপুর গ্রাামের রতন মিয়ার ছেলে সোহেল মিয়া ও জাহের মিয়ার ছেলে গাজী মিয়া। ভুক্তভোগী কৃষ্ণপুরের এরশাদ মিয়া এ প্রতিবেদককে জানান, আশ্রব আলীসহ তিনজন দীর্ঘদিন ধরে পাহাড়ি মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে সুকৌশলে ঘোড়ার গাড়ি দিয়ে প্রতিনিয়ত ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বস্তা করে রংছাতির কৃষ্ণপুর বাজার সংলগ্ন পাকা সড়কের ওপরসহ আশ পাশে স্তুপ করে মওজুদ রাখেন তারা। পরে এখান থেকে ভোরের দিকে আবার কখনও রাতেই ইঞ্জিন চালিত নৌকা করে সরবরাহ করে বালু ও পাথরের ব্যবসা করে আসছে। ভুক্তভোগী তার বাড়ীর সামনে বালু ও পাথর স্তুপ রাখতে নিষেধ করায় তাকে আরো হুমকি ধামকি দিয়ে জোর গলায় বলে তারা রাখবেই। বেশি বাড়াবারি করলে তারা বসত ঘরে মওজুদ করবে বালু-পাথর । পারলে ঠেকাইছ সরেজমিনে স্থানীয় বাসিন্দা ও ঘোড়ার গাড়িওলাদের সাথে কথা হলে জানা যায় , স্থানীয় প্রভাবশালীর ছত্র ছায়ায় সুকৌশলে ব্যবসায়ী লোকজন স্থানীয় বসত বাড়ী কাজের কথা বলে তাদের ভাড়া করা ঘোড়ার গাড়ি প্রতি বোঝই বালু ৪০০/= টাকা ও পাথর ৪৫০/= টাকা দিয়ে দিনব্যাপী রংছাতির কৃষ্ণপুর বাজার সংলগ্ন পাকা সড়কের ওপরসহ আশ পাশে স্তুপ করে মওজুদ করেন।পরে ইঞ্জিন চালিত নৌকা করে সরবরাহ করে বালু ও পাথরের রমরমা ব্যবসা পরিচালনা করছেন তারা। অপরদিকে কৃষ্ণপুর বাজার সামনে দিয়ে পাহাড়ি মহেষখলা চড়ার নতুন বাজারের দুইগাং নামকস্থানে স্থান থেকে ৮/১০টি স্টিল বডি নৌকায় বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে বালুখেকোরা। এতে করে ক্ষতির সম্মুখীন হচ্ছে তীরবর্তী বসত বাড়ী। SHARES সারা বাংলা বিষয়: