দেওয়ানগঞ্জের বেলুয়ারচরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪ সাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৩০ তম ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল,, জামালপুর চিকিৎসা ব্যাবস্থাপনায় ২০ অক্টোবর রবিবার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বেলুয়ার চর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় অস্থায়ী ক্যাম্পের আয়োজন করা হয়।উক্ত ক্যাম্পে বিনামূল্যে ২৫০ জন চক্ষু রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। সাখাওয়াত হোসেনের মানব সেবা ফাউন্ডেশনের উদ্যেগে ১০১ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করেন।২৮জন রোগীকে স্বল্পমূলে সানি অপারেশনের জন্য জামালপুর ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে প্রেরণ করা হয়।বেলুয়ার চর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সার্বিক সহযোগিতায় সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এই ক্যাম্পে।সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাহিদুর রহমান সঞ্জয়।মোনায়েম হোসেন খানের সভাপতিত্বে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, শাখাওয়াত হোসাইন মানব সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শাখাওয়াত হোসাইন। আরো উপস্থিত ছিলেন, শফিউল আলম ফর্সা সাধারণ সম্পাদক, পাররামরামপুর ইউনিয়ন বিএনপি।ক্যাম্প অর্গানাইজার আতাউর রহমান খান।মেডিকেল অফিসার ডা.আহমাদ সাজিদ।সাংবাদিক ওলিয়ার মিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন,সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক রিয়াদ সহ আরো অনেকেই।৩ নং পাররামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াত হোসাইন চক্ষু ক্যাম্পের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন যাবত করে যাচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: