অনির্দিষ্টকালের জন্য দাওরায়ে হাদীসের পরীক্ষা স্থগিত করল হাইয়াতুল উলইয়া

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

করোনা ভাইরাসের কারণে কওমি মাদরাসার চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা স্থগিত করেছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। আগামী ৬ এপ্রিল ২০২০, সােমবার থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

আজ ২৪ মার্চ ( মঙ্গলবার) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করােনাভাইরাস উদ্ভূত বর্তমান পরিস্থিতিতে আজ ২৪ মার্চ ২০২০, মঙ্গলবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির এক জরুরি সভায় আগামী ৬ এপ্রিল ২০২০, সােমবার থেকে অনুষ্ঠিতব্য ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা আপাতত স্থগিত করা হয়।

পরিস্থিতির আলােকে পরীক্ষা সম্পর্কে আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা আপাতত স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণে আগামী ৩১ মার্চ আবারও বৈঠকে বসবে মুরুব্বিরা। আগামী ৩ শা’বান মোতাবেক ২৮ মার্চ এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

এছাড়াও কওমি মাদরাসায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবাসিক অনাবাসিক সব ধরণের মাদরাসা সর্বাত্মক বন্ধ ঘোষণা করেছে ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। আপাতত ৩১ মার্চ পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে।