সোনা মসজিদ স্থল বন্দর এলাকায় ব্যবসায়ীদের নিয়ে গণসংযোগ ও পথসভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪
শহিদুল ইসলাম পল্লব।। আসন্ন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৬) উপলক্ষে সোনা মসজিদ স্থল বন্দর এলাকায় ২৪-১০-২০২৪ ইং বৃহস্পতিবার সকালে এলিন এন্টারপ্রাইজ এর সামনে দোয়া মাহফিল শেষে #আব্দুল_ওয়াহেদ_এর_নেতৃত্ত্বাধীন_প্যানেলের নেতৃবৃন্দ সোনা মসজিদ স্থল বন্দর এলাকায় ব্যবসায়ী ও সহযোগী সদস্যদের নিয়ে গণসংযোগ করেন নব নির্বাচিত পরিচালক আলহাজ্ব মোঃ একরামুল হক, আরিফ উদ্দিন ইতি, দেলোয়ার হোসেন, নুর আমিন ।প্রধান অতিথি নব নির্বাচিত পরিচালক আলহাজ্ব মোঃ একরামুল হক তার বক্তব্যে বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত (২০২২-২০২৪) মেয়াদে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী ইশতেহার অনুযায়ী তৎকালিন যাত্রী পারাপার বন্ধ থাকা সোনাসমজিদ-মহাদিপুর ইমিগ্রেশন চেকপোস্ট পুণরায় যাত্রীদের জন্য উম্মুক্ত করা এবং দায়িত্ব গ্রহণের পর বর্তমান সভাপতি আব্দুল ওয়াহেদ সর্বপ্রথম কাজ সেটি করতে পেরেছিলাম আপনাদের সহযোগিতা এবং সমর্থনের মাধ্যমে।আপনারা জানেন যে, গত ১৩/০৩/২০২০ ইং তারিখ সোনামসজিদ-মহাদিপুর ইমিগ্রেশন চেকপোস্ট যাত্রী পারাপারের জন্য বন্ধ ঘোষণা করা হয় সেই সময়ে বিশ্বব্যাপি করোনা মহামারির প্রাদুর্ভাবের কারণে।দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে প্রায় তিন বছর পর বর্তমান সভাপতি আব্দুল ওয়াহেদ এর একান্ত প্রচেষ্টায় গত ১৬/০৩/২০২৩ তারিখে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সোনামসজিদ-মহাদিপুর ইমিগ্রেশন চেকপোস্ট। পুনঃকার্যক্রম উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় সহকারী ভারতীয় হাই কমিশনার শ্রী মনোজ কুমার ইশতেহারের দেওয়া কথা কাজে বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ বিশেষ করে বৃহত্তর রাজশাহী অঞ্চলের মানুষের ভারতের ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ ও চিকিৎসার জন্য যাতায়াতের দুর্ভোগ লাঘব হয়েছে। পরিশেষে চাঁপাইনবাবগঞ্জের সকল স্তরের ব্যবসায়ীবৃন্দের কাছে (২০২৪-২০২৬) মেয়াদে নির্বাচনে আবারো আপনাদের অকুন্ঠ সমর্থন প্রত্যাশী আব্দুল ওয়াহেদ সমর্থিত প্যানেল। আশা করি আপনারা আবারো ভোটের মাধ্যমে পাশে দাড়াবেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ব্যবসায়িক সহ সার্বিক উন্নয়নে একজন সার্থক ব্যক্তিত্ব হয়ে উঠবেন।