ঘর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরগুনা বেতাগী উপজেলায় গাছ চাপা পড়ে এক শ্রমিক এর মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪

মোঃ সুজন ।।ঘূর্ণিঝড় ‘দানা’ প্রভাবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) সকাল ১০ টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ায় বেতাগী উপজেলা ছোট মোকামিয়া নামক এলাকায় গাছ ভেঙে তার নিচে চাপা পড়ে আশ্রাফ আলী (৬১) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়। নিহত আশ্রাফ আলী বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা নামক এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।খোঁজ নিয়ে তার স্বজন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ‘দানা’ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বেতাগীর ছোট মোকামিয়া নামক এলাকায় রওনা হন আশ্রাফ আলী। এ সময় ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে হঠাৎ করে দমকা হাওয়া শুরু হলে একটি চাম্বল গাছ ভেঙে পড়ে। এ সময় তার নিচে চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বেতাগীতে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি।