কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪

কোহিনূর আলম।। “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস/ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয় । কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি তাঁর বক্তব্যে  বলেন, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাজে-কর্মে মডেল হিসাবেই আছে । কারণ তোমাদের সবকিছুই এতো পরিপাটি সত্যিই আমি অভিভূত হয়েছি । তিনি শিক্ষার্থীদের আরো বলেন, তোমরা যদি সুস্থ থাকো, সুন্দর থাকো – আমাদের বাংলাদেশ তথা আগামী পৃথিবী সুস্থ ও সুন্দর হবে । তাই তোমরা যেনো সুস্থ ও সুন্দর থাকো সেই প্রত্যাশা করি । পরে তিনি সকল শিক্ষার্থীদের হাত দোয়ার আহ্বান জানান । এছাড়াও উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাদাৎ হোসেন নিজের হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে শিক্ষার্থীদের অভিহিত করেন এবং সাবান ব্যবহারের বিভিন্ন পরামর্শ দেন । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব উদ্দিন, উপজলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শাহাদাৎ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খান, মোঃ আবুল কাসেম, মির্জা মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) খন্দকার শাহীন, সরকরী বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।