জয়পুরহাট জেলা শাখার আমীর পুনরায় নির্বাচিত হয়েছেন ডাঃ ফজলুর রহমান সাঈদ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪
???????

মোঃ আবু সুফিয়ান মুক্তার।। ২০২৫-২০২৬ সেশনের জন্য সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সম্মানিত আমীর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ডাঃ ফজলুর রহমান সাঈদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলনে উক্ত ভোট গ্রহণ করা হয়। গতকাল ২৩ অক্টোবর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমীরে জামায়াত উক্ত ফলাফল ঘোষণা করেন। গত শনিবার (১৯ অক্টোবর) দুপুর ২.৩০ মিনিটে থেকে জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে ৯৬৮ জন (রুকন) ভোটার ২০২৫-২০২৬ সেশনের জন্য আমীর নির্বাচনের ভোট প্রদান করেন। পুরুষ ও মহিলা রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সসদ্য অধ্যাপক মোঃ আব্দুর রহিম। তাকে সহায়তা করেন বগুড়া অঞ্চলের টিম সসদ্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক নজরুল ইসলাম। কেন্দ্র থেকে পাঠানো কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে  রুকনরা পছন্দের দায়িত্বশীলের নাম লিখে ব্যালট বক্সে ফেলেন।জামায়াতের সকল ধরনের  নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তিই নির্বাচিত হন।জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না। কেউ পদের জন্য আকাঙ্ক্ষাহী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।