পঞ্চগড়ে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের সমাবেশ ও শহীদদের স্মরণে দোয়ার মাহফিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪

শাহিনুর রহমান ।।২৮ অক্টোবরের সেই হত্যাকান্ডের মামলা পূনজ্জীবিত করে খুনিদের বিচার দাবিপঞ্চগড় জেলা জামায়াতের উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনসহ সারাদেশে আ’লীগের লগি-বৈঠা হামলায় নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পঞ্চগড় সেরে বাংলা পার্কে আলোচনা সভা সমাবেশে পরিণত হয়।পঞ্চগড় সদর  উপজেলা জামাযাতের সাবেক আমীর মোঃ মফিজউদ্দিন   সাবেক ভাইস প্রিন্সিপাল নুর আলা নুর কামিল মাদরাসা।   সভাপতিত্বে ও অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের সাবেক  আমীর ও সাবেক ভাইস প্রিন্সিপাল মোঃ মফিজ উদ্দিন  পঞ্চগড় জেলা জামায়াতের  সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরো বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা সেক্রেটারি মোঃ সুলতান আলী আটোয়ারী উপজেলা আমির মাওলানা মোঃ ইউনুস আলী খান পঞ্চগড় জেলা সুরা সদস্য শফিউল আলম  পঞ্চগড় সদর উপজেলা পঞ্চগড় শহড় শাখার আমির মোঃ জয়নাল আবেদিন দেবীগঞ্জ উপজেলার আমির আবুল বাশার বসনিয়া কামাত কাজল দিঘী  ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তোফায়েল প্রধান ছাত্র শিবির  পঞ্চগড় জেলা শাখা মোঃ জুলফিকার রহমান  এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনসৈয়দ নূরে আলম চেয়ারম্যান ৭নং হাড়িভাষায় ইউনিয়ন পরিষদ  উপজেলা জামায়ারসহ বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মীবৃন্দ  আলোচনা শেষে ২৮ অক্টোবর হামলার একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালিন চারদলীয় জোট সরকারের ৫ বছর পূর্তি উপলক্ষে পল্টনে সমাবেশ ছিল। আ’লীগ পরিকল্পিতভাবে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে সারাদেশে অসংখ্য জামায়াত-শিবির নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে। এতেও আ’লীগ ক্ষ্যান্ত হয়নি। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে পরিকল্পিতভাবে জুডিশিয়াল হত্যা করেছে। সর্বশেষ গত আগস্ট মাসে জামায়াতকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা সে সময় আল্লাহর সাহায্য কামনা করেছিলাম। ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়েছে। অন্তর্বতীকালিন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। আমরা কারো বিরুদ্ধে প্রতিশোধ নেইনি। তবে এ সমাবেশের মাধ্যমে ২৮ অক্টোবরের সেই হত্যাকান্ডের মামলা পূনজ্জীবিত করে খুনিদের বিচারের আওতায় আনার জোরদাবি জানাচ্ছে পঞ্চগড় বাঁশি।