শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে এজাহারনামীয় আসামী গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

মোঃ ছায়েদ আলী।। মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল জনাব আনিসুর রহমান মহোদয়ের তদারকীতে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে অদ্য ৩১/১০/২০২৪ খ্রিঃ তারিখে এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানার মামলা নং-২৬, তারিখ: ২৮/১০/২০২৪ খ্রিঃ, জিআর ২৫১/২০২৪ খ্রিঃ এর এজাহারনামীয় আসামী পিন্টু মাদ্রাজী কুর্মী (৫০), পিতা-মৃত আনন্দ মাদ্রার্জী কুর্মী, সাং-উদনাছড়া চা বাগান, ৮নং বস্তি, থানা- শ্রীমঙ্গল, জেলা -মৌলভীবাজারকে গ্রেফতার করেন। অপর দিকে এসআই মোঃ জাকির হোসেন ইমিগ্রেশন পুলিশের সহায়তায় ৩০/১০/২০২৪ খ্রিঃ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শ্রীমঙ্গল থানার মামলা নং-07, তারিখ: 08/১০/২০২৪ খ্রিঃ, জিআর ২৩২/২০২৪ খ্রিঃ এর এজাহারনামীয় পলাতক আসামী পিয়াস দাশ (৩৫), পিতা-পিযুশ দাস, সাং-সবুজবাগ আ/এ, ০৫নং ওয়ার্ড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন। অপর অভিযানে এসআই সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ৩০.১০.২০২৪ খ্রিঃ তারিখে লাখাইছড়া চা বাগানে অভিযান পরিচালনা করিয়া আসামী সজীব খান (23), পিতা-আঃ আওয়াল, সাং-নয়াগাঁও, সিন্দুরখাঁন, থানা- শ্রীমঙ্গল, জেলা -মৌলভীবাজার‘কে সিএনজি অটোরিক্সা যোগে চোরাইকৃত ২৪০(দুইশত চল্লিশ) কেজি চা পাতা নিয়ে যাওয়ার সময় চা বাগানের চৌকিদারের সহায়তায়  আটক করে ২৪০(দুইশত চল্লিশ) কেজি চা পাতা উদ্ধার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা নং-৩১, তারিখ: ৩১/১০/২০২৪ খ্রিঃ, জিআর ২৫৬/২০২৪ রুজু করা হইয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।