নাসিরনগরে “জাতীয় সমবায় দিবস ২০২৪” পালিত। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪ আশিকুর রহমান চৌধুরী পনি।। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার ২ নভেম্বর ২০২৪ খ্রিঃ উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে সকাল ১১ ঘটিকায় এক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনে দিবসের সূচনা হয়।পরে উপজেলা মিলনায়তনে সমবায় অফিসার ফারহানা খন্দকার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিজ মিয়া। ” সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন, সমবায় অফিসার ফারহানা খন্দকার। সমবেত শক্তি, অর্থ নৈতিকমুক্তি” এই শ্লোগানে মোঃ শাহীন মিয়া এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধীবর মৎস্যজীবী সমবায় সমিতি সভাপতি পাপুচন দাস, সদস্য হরেন্দ্র দাস, নিপেন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমবায় সমিতির নেতৃবৃন্দ সহ সূধীজন। SHARES সারা বাংলা বিষয়: