স্কুল এন্ড কলেজ এর ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাস উদ্ভোদন।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪

হাফিজ মোহাম্মদ হক ।। তৃণমূল পর্যায়ে দেশে প্রথম প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনার পশ্চিম তীরে অবস্থিত “খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ (ইংলিশ ভার্সন)”। খাজা ইউনুস আলী ফাউন্ডেশনের স্ব-অর্থায়নে ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত এটি একটি ইংলিশ ভার্সন প্রতিষ্ঠান। ২০০৯ সালে বিখ্যাত ইসলামী সাধক খাজা ইউনুস আলী (রঃ)-এর জামাতা দেশের প্রখ্যাত চিকিৎসক, জনহিতৈষী কর্মবীর, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মানবকল্যাণকামী প্রয়াত ডাঃ এম.এম. আমজাদ হোসেন এটি প্রতিষ্ঠা করেন। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ইংলিশ ভার্সনে সুষ্ঠভাবে পাঠদান করে আসছে। পাঠদান পদ্ধতি বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত ” জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড” অনুসরণে পরিচালিত। ২০২০ সাল থেকে প্রতিষ্ঠানটি কলেজ শাখায় পাঠদানের স্বীকৃতি লাভ করে। যেখানে বিজ্ঞান, মানবিক ও ব্যাবসায় শাখায় শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। এক্ষেত্রে বিজ্ঞান শাখায় ইংলিশ ভার্সনের পাশাপাশি বাংলা ভার্সনেও  শিক্ষার্থীদের পাঠ গ্রহণের সুযোগ রয়েছে। ছাত্রী ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে রবিবার সকালে আনন্দঘন মুহুর্তে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্কুল বাস উদ্ভোদন করেন। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মোঃ সেলিম রেজা এবং প্রধান শিক্ষক মলি তালুকদার। এক ঝাক কমল মতি শিক্ষার্থী সহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দদের নিয়ে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ গেইট থেকে এনায়েতপুর কেজির মোড় হয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন। পরিবরহ সুবিধা পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিরাজ করছে। স্বস্তির ও আনন্দ উচ্ছাস।