কেন্দুয়ায় তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

কোহিনূর আলম।।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)’র আয়োজনে কেন্দুয়া পৌরসভা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়উপজেলা জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)’র সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া পৌরসভা প্রশাসক ইমদাদুল হক তালুকদার ।এছাড়াও বক্তব্য রাখেন, ঢাকাস্থ নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ ।বক্তারা তামাক ও তামাকজাত দ্রব্যের সর্বাত্মক ক্ষতিকর প্রভাব নিয়ে আলোকপাত করেন । ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ( নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধনী) ২০১৩ আইনের উল্লেখযোগ্য ধারাও গুরুত্ব পায় তাঁদের বক্তব্যে ।এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আল আমিন সরকার , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইউনূস রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান , ময়মনসিংহস্থ নাটাবের প্রোগ্রাম অফিসার মোঃ রবিউল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুধীজন ।