ব্যাংক এশিয়াশ পিডিপি পদে পদোন্নতি পেলেন মিজানুর রহমান বুলবুল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ মিজানুর রহমান বুলবুল সম্প্রতি ব্যাংক এশিয়া পিএলসির  ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ( পিভিপি) পদে পদোন্নতি পেয়েছেন।সম্প্রতি ব্যাংক এশিয়া ম্যানেজমেন্ট তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে এ পদোন্নতি প্রদান করেন।মিজানুর রহমান বুলবুল চাটখিল পৌর শহরের সুন্দরপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, তার পিতার নাম জাফর আহমেদ লাতু তপাদার। তিনি ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নোয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসি এবং তেজগাঁও সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংকের মাধ্যমে উনি উনার কর্মজীবন শুরু করেন, পরবর্তীতে তিনি ২০০৭ সালে ব্যাংক এশিয়া পি এল সিতে যোগ দেন । ব্যাংক এশিয়াতে যোগ দিয়ে তিনি ব্যাংক এশিয়ার কর্পোরেট অফিস, চাটখিল শাখা, সোনাইমুড়ি শাখা, রামগঞ্জ শাখা, কুমিল্লা শাখা ও বর্তমানে মাইজদী কোর্ট শাখায় ব্রাঞ্চ ম্যানেজার তথা হেড অফ ব্রাঞ্চ হিসেবে কর্মরত আছেন।একজন দক্ষ ব্যাংকার হিসেবে তার সুনাম, কর্মদক্ষতা ও সততা তার কর্মকালীন এলাকাগুলোতে সর্বজন স্বীকৃত। কর্মকালীন এলাকায় তিনি একজন স্মার্ট ব্যাংকার হিসেবে ও পরিচিত।পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে মোহাম্মদ মিজানুর রহমান বুলবুল খেলাধুলা, সাংস্কৃতিক ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে ছোটবেলা থেকে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।এই মাইলফলকে পৌঁছানোর জন্য তাকে অভিনন্দন।আশা করছি উনি উনার কর্মদক্ষতা সততা ও নিষ্ঠার মাধ্যমে আগামীতে আরো এগিয়ে যাবেন।