নওগাঁয় ৪৮ কেজি গাঁজাসহ আটক ২

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪
সাইফুল ইসলাম।।নওগাঁর মান্দা থানা পুলিশের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ দুই জন আটক। শুক্রবার দিনগত রাত সারে ৯ টারদিকে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার সতিহাট এলাকায় একটি ট্রাকে তল্লাসী অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধারসহ দুই জনকে আটক করেন মান্দা থানা পুলিশ। গাঁজাসহ আটককৃত মাদক কারবারি দু’জন হলেন,
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামটিলা গ্রামের রনি (২৬) ও বিনোদপুর গ্রামের আসমাউল হোসেন (৩৮)। এ বিষয়ে শনিবার ৯ নভেম্বর দুপুরে মান্দা থানা চত্বরে প্রেস বিফ্রিং করেন মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান। এসময় তিনি বলেন, পামওয়েল ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পাওয়ার পরই নওগাঁ জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আমরা সতীহাট সরকার ফিলিং স্টেশন এলাকায় চেকপোষ্ট বসিয়ে রাত সারে ৯টারদিকে সন্দেহজনক একটি ট্রাককে থামানোর সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা ৩ ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের ধাওয়া দিয়ে রনি ও আসমাউল নামে দুই জনকে আটক করা হয়। অপরজন পালিয়ে যায়। তিনি আরো বলেন, পরে ঐ ট্রাকে তল্লাশী চালিয়ে কেবিনে লুকিয়ে রাখা দুটি বস্তা থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়। ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার পর শনিবার গ্রেফতারকৃত দুই জনকে গ্রেপ্তার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।