লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪
প্রতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে বিরোধী ছাত্র আন্দোলন, লক্ষীপুরের গণজমায়েত অনুষ্ঠিত হয়। রবিবার (১০/১১/২০২৪ইং) বেলা ১১ টায় ঝুমুর চত্বরে গণ জমায়েত অনুষ্ঠিত হয় উপস্থিতদের থেকে একজন বলেন, “এই দেশের ছাত্রসমাজ দ্বিতীয়বার স্বৈরাচারকে উঠে দাঁড়াতে দিবে না। ভেবেছিলাম আজকে আমরা ক্রিকেট খেলব। কিন্তু যাদেরকে নিয়ে খেলব তাঁরাই তো পালালো লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধি ও জেলার অন্যতম সমন্বয়ক আরমান হোসেন বলেন,স্বৈরাচার অপসারণের আন্দোলনে এদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ। বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ তারিখে। আর লক্ষ্মীপুর স্বাধীন হয়েছে চার তারিখে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, লক্ষ্মীপুর জেলার অন্যতম সমন্বয়ক সরোয়ার হোসেন বলেন, “আপনারা জানেন দীর্ঘ মাস যুদ্ধের মাধ্যমে আমরা এই বাংলাদেশে নতুন স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা যত বারই স্বাধীনতা অর্জন করি তা ধরে রাখতে পারি নাএই বাংলাদেশে আর কোনো নতুন স্বৈরাচারের জন্ম হবে না। শহিদদের পরিবার আমাদের সম্পদ। সরকারের উচিত তাদের দিকে সুদৃষ্টি দেওয়া।আগস্টের চার তারিখে ফ্যাসিস্ট হাসিনার তৈরি করা লক্ষ্মীপুরের মাফিয়া টিপুর নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়। শহিদ করা হয় কয়েকজনকে। তাদের মধ্যে অন্যতম শহিদ সাদ আল আফনান, শহিদ মাসরুরসহ প্রমুখ।আহত করা হয় অনেককেই। খুনি টিপু ছিলো লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূইঁয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের সভাপতি মহসিন কবির সাগর, সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন ভূইঁয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রিয়, রাহুল মজুমদারসহ আরো অনেককে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়।