স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের তোপে অধ্যক্ষের পদত্যাগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪ হাফিজ মোহাম্মদ হক।। সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর থানায় বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীকে কোচিং করানোর সময় শ্লীতাহানির অভিযোগে উক্ত স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান জোয়াদ্দার এর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ উক্ত স্কুল ও কলেজের শিক্ষার্থীরা । উল্লেখ্য যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান জোয়াদ্দার এনায়েতপুর থানা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।অভিযোগ রয়েছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান জোয়াদ্দার কর্তৃক নিয়মিত মানসিক নির্যাতন, বেপরোয়া আচরণ ও শারীরিক নির্যাতনের কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছে। এসব কারণেই তারা অধ্যক্ষের অপসারণের দাবি তুলেছেন।সোমবার (১২ই নভেম্বর) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন করে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সড়কে অবস্থান নেওয়ার কারণে সড়কে তীব্র যানজট বেধে যায় ফলে যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের মূল স্লোগান ছিল “চাই চাই অপসারণ চাই, লুচ্চা হাফিজের অপসারণ চাই”।বিক্ষোভকারীরা আরও দাবি করেন, “বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, যা শিক্ষাপ্রতিষ্ঠানের মানের ক্ষতি করছে।শিক্ষার্থীদের অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান জোয়াদ্দার প্রায়শই তাদের ‘শ্লীতাহানি’ (বদনাম বা অপমান) করার মতো কথা বলে অবমাননা করা হয়। অধ্যক্ষের এই অপমানজনক আচরণ শিক্ষার্থীদের পড়াশোনা এবং মনোবলকে প্রভাবিত করছে। এ সময় তারা অধ্যক্ষের দ্রুত অপসারণের দাবি জানায়।বিক্ষোভ চলাকালে এনায়েতপুর থানার ওসি ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে এসে ভিক্ষোবকারী শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোবকারী শিক্ষার্থী, স্কুল ও কলেজ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী এবং এনায়েতপুর থানার ওসি সহ এক বৈঠকে বসেন। উক্ত বৈঠকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান জোয়াদ্দার নিজ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে লিখিতভাবে পদত্যাগ পত্র এনায়েতপুর থানার ওসির হাতে হস্তান্তর করেন। ওসি সাহেব পদত্যাগ পত্র বিক্ষোবকারী শিক্ষার্থীদের মাঝে পাঠ করে শোনান। ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের কথা শুনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান জোয়াদ্দার যে পদত্যাগ করেছেন তা চৌহালির ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এবং বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি জনাব শওকত মেহেদী সেতু মুঠোফোনে গণমাধ্যমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ পত্রের বিষয়ে নিশ্চিত করেন। SHARES সারা বাংলা বিষয়: