আটোয়ারীতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪ আব্দুল্লাহ্ আল মামুন ।।পঞ্চগড়ের আটোয়ারীতে মাসব্যাপী ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী এই মেলার উদ্বোধন করেন।উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে এবং মেলা উদযাপন কমিটির সম্পাদক নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাশ পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন প্রধান অতিথি। প্রথম দিন রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের মন জয় করে। মির্জা গোলাম হাফিজ ১৯৯৩ সালে এই মেলার সূচনা করেন। রাশ পূর্ণিমার দিন থেকে শুরু হওয়া মেলায় গরু-মহিষ, কাঠের আসবাবপত্রসহ বিভিন্ন দ্রব্যের কেনাবেচা হয়। বিনোদনের জন্য সার্কাস, মোটরসাইকেল খেলা ও অন্যান্য আয়োজন রাখা হয়েছে।আলোয়াখোয়া রাশ মেলা উত্তরাঞ্চলের ঐতিহ্য বহন করে আসছে। বছরের পর বছর ধরে এটি বিনোদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম উৎস হয়ে উঠেছে। SHARES সারা বাংলা বিষয়: