রাজারহাটে চাঁদা দাবির অভিযোগে থানায় অভিযোগ দায়ের

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪
মহসিন কামাল মুকুল।।কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ব্রাক মোড় এলাকায় দৈনিক দেশ বুলেটিন কুড়িগ্রাম জেলার বিশেষ প্রতিনিধি ও দৈনিক দেশ সেবা পত্রিকার (স্টাফ রিপোর্টার) কুড়িগ্রাম জেলা, হাসান মোহাম্মদ মহসিন কামালকে অবরুদ্ধ করে চাঁদা  গ্রহন ও চাঁদা দাবির  অভিযোগ করেছেন রাজারহাট থানায়।জানা যায় অদ্য ১৭ /১১ /২৪ ইং তারিখ বেলা ০১ঃ ১৫ মিনিটে সময় তিনি তার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখার জন্য অটোরিকশা যোগে রংপুরে উদ্দেশ্যে  রওনা হন পথিমধ্যে রাজারহাট ব্রাক মোড় এলাকায় পৌঁছালে বেলা অনুমান ০১:৪০ মিনিটের সময়  ফখরুদ্দিন রাজি ( শারহান) পিতা- মৃত মওলানা আজিজার রহমান,গ্রাম মনশ্বর,ইউনিয়ন- বিদ্যানন্দ,থানা রাজারহাট, কুড়িগ্রাম রাজারহাট ব্রাক মোড় এলাকায় অটোরিকশা টি থামাতে বলেন এবং মহসীন কামাল কে নামতে বলেন তিনি নামা মাত্রই ফখরুদ্দিন রাজী শারহান ও তার  সঙ্গীয় অজ্ঞাত  ৫/৭ তাকে কিল ঘুষি মারতে থাকে এক পর্যায় ফখরুদ্দিন রাজী শারহান মহসিন কামাল এর প্যান্টের বাম পকেটে চিকিৎসা খরচ বাবদ থাকা ৩০,০০০/- হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আরও ১,২০,০০০/- টাকা চাঁদা দাবী করে উক্ত দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ফখরুদ্দিন রাজী শারহান সহ অজ্ঞাত ৫/৭ জন বিভিন্ন কারনে হুমকি ও ভয় ভীতি দেখিয়ে ঘটানা স্থল ত্যাগ করেন। মহসিন কামাল ঘটনা স্থল হইতে থানায় যান এবং ফখরুদ্দিন রাজী শারহান সহ অজ্ঞাতনামা  ৬/৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এব্যপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুটোফোনে কথা বলে ঘটনার বিষয়টি জানতে চাইলে তিনি জানান অভিযোগ পেয়েছি  ঘটনা স্থলে প্রাথমিক তদন্ত করা হয়েছে। পুনরায় আবারও জোর তদন্ত পূর্বক যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।