শ্যামনগরে বারসিক’ উপকূলীয় নারীদের ভাগ্যো উন্নয়নে কাজ করছে ইউএনও রনী খাতুন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

আরিফুজ্জামান আরিফ ।।এনজিও হলো বাংলাদেশ সরকারের অন্যতম উন্নয়ন সহযোগী। সরকারের একার পক্ষে সমগ্র দেশ বা এই উপকূল কে দারুণভাবে সাজানো সম্ভব না। তার জন্য এনজিওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শ্যামনগরে যোগদান করেই সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে বারসিক এর কাজের অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছি। এখানে আসার আগেও বারসিক এর কর্মকান্ড সম্পর্কে আমি অবগত। উপকূলীয় অঞ্চলের নারীদের ভাগ্যোন্নয়নে পদ্মপুকুর এর নাসরিন নাহার সহ অন্যান্য নারীদের ভাগ্যোন্নয়নে কাজ করছে। তারা যেমন নিজেরা বিভিন্ন প্রশিক্ষণ পেয়ে নিজেরা আত্মনির্ভরশীল হয়েছে পাশাপাশি নিরাপদ কৃষি কাজের সাথে সরাসরি জড়িত থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করছে”। সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় অঞ্চলের নারীদের সফলতা ও জ্ঞানের কথা নিয়ে অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন শ্যামনগরের নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার কৃষি অফিসের হল রুমে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সবুজ সংহতির উদ্যোগে উপকূলের নারীদের সফলতা ও জ্ঞানের কথা বিষয়ক অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠন এর সভানেত্রী কৃষাণী অল্পনা রাণী মিস্ত্রি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, সিডিও’র নির্বাহী পরিচালক গাজী ইমরান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের জেন্ডার প্রমোটর মো. মাছুম বিল্লাহ, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমূখ।অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিক এর সহযোগী কর্মসূচী কর্মকর্তা বরসা গাইন।