লক্ষ্মীপুরে ছাত্রজনতার সড়ক অবোধ, প্রশাসনের অবহেলায় জনদুর্ভোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪ মো ফিরোজ আলম ।। খুনীদের গ্রেফতার ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে বুধবার (২০নভেম্বর) সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত লক্ষ্মীপুর-ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রজনতা ও শহীদ পরিবারের সদস্যরা।জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দীর্ঘ পাঁচ ঘন্টা ব্যাপী অবরোধে লক্ষ্মীপুরের অন্যতম প্রধান সড়ক মহাসড়টি কার্যত অচল হয়ে পড়ে। এসময় মাইলের পর মাইল যানবাহনের দীর্ঘ লাইন ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।বেলা পৌনে দুইটায় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে অবরোধ স্থলে উপস্থিত হয়ে আগামী এক সপ্তার মধ্যে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। বেলা দুইটার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, এই অবরোধ ও জনদুর্ভোগের জন্য মূলত প্রশাসনই দায়ী। তাঁরা আহত ও শহীদ পরিবারের বিষয়ে প্রত্যাশিত কোন পদক্ষেপ গ্রহণ করেননি। খুনিরা এখনো সক্রিয়। কবির পাটওয়ারী ছাড়া চিহ্নিত কেউই গ্রেফতার হয়নি। আমরা সকাল নয়টা থেকে দাবি-দাওয়ার কথা বলে আসছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় এসে খুনিদের গ্রেফতার ও আহতদের উন্নত চিকিৎসার আশ্বাস দিলেই তো আমরা অবরোধ তুলে নিতাম। তাঁদের অবহেলাই ছাত্রজনতাকে রাস্তায় থাকতে বাধ্য করেছে। ছাত্র জনতার অবরোধ সমাবেশে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন স্বৈরাচার পতন আন্দোলনে শহীদ, আফনানের মা নাসিমা আক্তার, সাব্বিরের বাবা আমির হোসেন ও শাওনের বাবা আবুল বাসার। আহতদে মধ্যে ফাহিম, আবদুল মতিন, খালেদ মাহমুদ সুজন, হারুন, ইউসুফ, সজিব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: