বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

মোঃনিয়াজুল হাসান শাওন।।বাগেরহাটের মোরেলগঞ্জে হত্যার দায়ে হাসিব সরদার (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের সময় ঘাতক হাসিব সরদার আদালতে উপস্থিত ছিলেনদণ্ডপ্রাপ্ত হাসিব সরদার মোরেলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ১২ আগস্ট সন্ধ্যায় মোলেরগঞ্জ উপজেলার গরকাটা গ্রামের ভুক্তভোগী মফিজ সরদার কুমারখালী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে আসামিরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে তার মৃত্যু হয়। নিহত মফিজ সরদার স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার সাক্ষী থাকায় পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়এ ঘটনার দুদিন পর নিহত মফিজ সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুল কাদের হাসিব সরদারকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক হাসিব সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মাহাবুব মোর্শেদ লালন। তিনি এই মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।